নিজস্ব সংবাদদাতা
দুর্যোগে মানুষের পাশে থাকাই মানবতা। আর তাই দেখালেন ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উত্তর মাসদাইর এলাকার এম আর মাহফুজ। ভাড়েটের প্রায় এক লক্ষ টাকা ছাড় দিয়েছেন তিনি।
উত্তর মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এমআর মাহফুজের একটি ভাড়াটে বাড়ি আছে। এ বাড়িতে ২৫ টি কক্ষ। চারদিকে ইটের দেয়াল আর উপরে টিনের চাল থাকায় টিনশেড নামে পরিচিত এ ধরনের বাড়ির চাহিদা একটু বেশী। নি¤œ আয়ের মানুষজন কম ভাড়ায় এমন বাড়িতে থাকতে পছন্দ করেন। ব্যবসায়ী মাহফুজ তার ভাড়া বাড়ি থেকে প্রতি মাসে ১ লক্ষ টাকার কাছাকাছি পান। কোভিড-১৯ এর প্রভাবে সব শ্রেনীর মানুষের আয় কমেছে। ব্যবাসায়ী হিসেবে মাহফুজও কম বেশী ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাই বিবেক বোধ থেকেই তিনি আঁচ করতে পেরেছেন কষ্টের বিষয়টি। মহানুভবতা দেখিয়ে নিজের ভাড়াটেদের এক মাসের ভাড়া মওকুফ করেছেন তিনি। তার ভাষায়, কেউ বলেনি তবুও দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে এতটুকু করা।
উল্লেখ্য, শহর ও আশপাশের অনেক বাড়িওয়ালা প্রতি মাসের বাড়ি ভাড়া বাবদ লাখ লাখ টাকা পান। কেউ কেউ ৪/৮ লাখ টাকা থেকে ৮০/৯০ লাখ টাকা পর্যন্ত ভাড়া পান। তবে করোনার মতো দুর্যোগে ভাড়েটের পাশে দাঁড়ানোর মতো বাড়িওয়ালার সংখ্যা খুব কম।