আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান, গ্রেফতার ৪০০

আন্তর্জাতিক ডেস্ক: সাউথ-ইস্ট এশিয়ান গেমকে নিরাপদ করতে নেয়া সন্ত্রাসবিরোধী অভিযানে মালয়েশিয়ায় প্রায় ৪০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক। খবর বিবিসির।

বিবিসি জানায়, গতকাল সোমবার রাজধানী কুয়ালালামপুরে পরপর বেশ কয়েকটি অভিযানে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভুয়া কাগজপত্র জব্দ করেছে। ওই অভিযানে দেখা গেছে বেশ কয়েকটি বাড়িতে পুলিশ দরজা ভেঙ্গে প্রবেশ করেছে এবং হাতকড়া পরিয়ে অনেককে গাড়িতে তুলেছে। পুলিশ জানায়, তদন্ত ও অনুসন্ধানের জন্য এদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে এই অভিযানের ব্যাখ্যা দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ব্যক্তি নিখোঁজ বা ভ্রমণের ভুয়া কাগজপত্র বহনকারী কোনো ব্যক্তি সিরিয়া ও ইরাকে গিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত হতে পারে এমন মানুষদের লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ