আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাফ করে দিয়েন

নিজস্ব প্রতিবেদক:

বনানীর ১৭ নম্বর রোডে এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লাগছে । এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত ও বহু সংখ্যক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনো ভেতরে আটকা পড়ে আছে অনেকে। ভেতরে আটকে থাকারা বাঁচার আকুতি জানিয়ে ফেসবুকে লাইভ করছে। অনেকে ফেসবুকে ছবি পোস্ট করে পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। তেমনই একজন হাসনাইন আহমেদ রিপন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি তিনটি ছবি পোস্ট করে লিখেছেন- মা, মিনা মিলন আপু ফাহিম ভাই আমারে মাফ করে দিস।

রিপনের ফেসবুক আইডি সূত্রে জানা গেছে, তিনি ওই ভবনের ১৩ তলায় অবস্থিত ডিআইআরডি গ্রুপে চাকরি করেন।

এদিকে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ভবনটির সাত তলা থেকে লাফ দিয়ে নামার সময় নীরস (৩৫) নামে একজন মারা গেছেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, তার মাথায় আঘাত ছিল, বাম হাত ও বাম পা ভাঙা ছিল।

এছাড়া এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদের এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলেও এই চিকিৎসক জানান।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে নৌ বাহিনীর ফায়ার টিম। একইসঙ্গে উদ্ধার কাজে যোগ দিয়েছে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।