আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মান্নান গ্রুপ ইন্ড্রাস্ট্রিজ অব লিঃ এর নামে,ফেসবুকে অপপ্রচারকারী ও অশালীন পোস্টদাতা গ্রেফতার

এ সময় তার নিকট থেকে দুইটি মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগকারী রাউটার জব্দ করা হয়।

২৮ অক্টোবর’১৭ তারিখ শনিবার রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাকিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করে জানায়, জনৈক Ashif Mannan নামের ফেসবুক আইডির সাথে আসামী মোহাম্মদ ইমরানুল হক সাকিবের ফেসবুকে বন্ধুত্ব ছিল। ঐ Ashif Mannan তার ফেসবুক একাউন্টে নিজের পরিচয়ের ক্ষেত্রে মান্নান গ্রুপের এমডি/চেয়ারম্যান হিসেবে পরিচয় দেয়। এক সময় Ashif Mannan এর সাথে আসামী মোহাম্মদ ইমরানুল হক সাকিবের ফেসবুকে কথা কাটাকাটি হয় এবং Ashif Mannan আসামী আসিফকে অনেক অকথ্য গালাগালি করে এবং ব্লক করে দেয়। এতে করে সাকিব ক্ষিপ্ত হয়ে গত ২৭ অক্টোবর’১৭ তারিখে MD Ashif Hossain shishir Baparee.নামে একটি ফেক একাউন্ট খুলে সেখানে ঐ Asif Mannan এর ছবি এবং Mannan Group Imports Ltd এর Managing Director,World Traders Impex এর Managing Director. Kokil Textiles Brahmanbaria এর Managing Director হিসেবে পরিচয় দেয়।

এরপর সাকিব একে একে প্রকৃত মান্নান গ্রুপের মোঃ ফারুক হোসেন বেপারীর ফেসবুকে বিভিন্ন কর্মকান্ডের পোস্টে ছবি ও মন্তব্য করে হেয়-প্রতিপন্ন করতে থাকে। এমডি সাহেবের বিভিন্ন দেশের অ্যাম্বাসাডর সহ ফেসবুকে তার বিভিন্ন ছবি সাকিব তার ফেক ফেসবুক আইডিতে আপলোড করে নানা ধরণের মিথ্যা, কুরুচিপূর্ণ, বানোয়াট কথাবার্তা লিখে যা একাধারে মান্নান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর খ্যাতি, সুনাম নষ্ট করে এবং বর্হিবিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। পাশাপাশি সাকিব এমডি সাহেবের স্ত্রীর ফেসবুক একাউন্ট এর মেসেঞ্জারে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে।

এ ব্যাপারে গুলশান থানায় মামলা রুজু হয়েছে।