আজ বুধবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতি বছর মানুষ খুন না করলে শান্তি পায় না তারা : মেয়র আইভি

মানুষ খুন

প্রতি বছর মানুষ খুন না করলে শান্তি পায় না তারা : মেয়র আইভিমানুষ খুন

নিজস্ব প্রতিবেদক :  আজমেরী ওসমান পুরো শহরের কয়েকবার মহড়া দিয়েছে। তারা ত্বকীকে হত্যা করেছে, চঞ্চলকে হত্যা করেছে, আশিককে হত্যা করেছে। প্রতি বছর মানুষ খুন না করলে তারা শান্তি পায় না। এইসব করে আমাকে দমিয়ে রাখা যাবে না। যত হামলাই হোক পিছপা হবো না। যেমন আজ হইনি। দাঁড়িয়েই ছিলাম। আমাকে চাস, তো মার, কিন্তু আমার নিরীহ মানুষগুলোকে কেন এভাবে আহত করা হল?

নারায়ণগঞ্জে শহরের চাষাঢ়ায় উচ্ছেদ নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী সমর্থিত লোকজনদের সঙ্গে হকার ও তাদের সমর্থিত শামীম ওসমানের লোকজনদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনন্ত ৫০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ প্রচুর কাদানি গ্যাস ও ফাকা গুলি ছুড়ে।

মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অবস্থান নিয়ে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রীকে বিষয়টি জানাবো। কেন আমার নিরিহ নিরস্ত্র মানুষের এভাবে হামলা চালানো হলো। গুলি করা হল। আহত করা হল অর্ধশতাধিক নেতাকর্মীকে। শান্তি প্রিয় নারায়ণগঞ্জকে অশান্ত করে তুললো শামীম ওসমান। কেন? আমি তো চুপ ছিলাম। কোন কথা বলিনি।

হকারদের মার্কেট করে দিয়েছি। বিকল্প পথ দেখিয়েছি। প্রয়োজনে হকার্স মার্কেট ভেঙ্গে বহুতল ভবন করে সেখানে হকার পুর্নবাসন করা হবে। কিন্তু শামীম ওসমান কোন রাজনীতি শুরু করেছে। শামীম ওসমান রাইফেলস ক্লাবে বসে আমার উপর হামলা করার নির্দেশ দিয়েছে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ