নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: রাজস্ব আদায়ে মানুষের দৌড়ঘোরায় যাবেন বলে জানিয়েছেন কর অঞ্চল নারায়ণগঞ্জের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, আগামী ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়কর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া সোনারগাঁ ও রূপগঞ্জে উপজেলায় ৬ নভেম্বর এবং আড়াইহাজারে ৭ নভেম্বর ভ্রাম্যমান ভাবে আয়কর মেলার আয়োজন করা হবে। গতকাল সোমবার সকালে ফতুল্লার সস্তাপুর এলাকায় কর অঞ্চলের কার্যলয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটাই জানিয়েছেন কর কমিশনার মো: রেজাউল করিম চৌধুরী।
কর কর্মকর্তা আরও জানান, মেলায় সেবা গ্রহীতাদের সুবিধার্থে ২৫টি বুথ স্থাপন করা হবে যার মধ্যে তথ্য ও অনুসন্ধান বুথ, হেল্প ডেস্ক, অধিক্ষেত্র বুথ, ই-টিআইএন বুথ, অনলাইন রির্টান গ্রহণ বুথ, মহিলা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি ও সিনিয়র সিটিজেন করদাতাদের জন্য পৃথক বুথ, সোনালী ও জনতা ব্যাংকের অস্থায়ী বুধ, স্বাস্থ্য সেবা বুধ, মেলা সচিবালয়, প্রেস ও মিডিয়া বুথ সহ আরও কয়েকটি বুথ স্থাপন করা হবে। তিনি আরও জানান, ৪ দিন ব্যাপী এই মেলায় আয়কর রিটার্ন গ্রহণ, আয়কর জমা, আয়কর রিটার্ন সম্পর্কে পরামর্শ, নতুন করদাতাগণের টিআইএন রেজিস্ট্রেশন সম্পাদন, পুরাতন করদাতাগণের টিআইএন রি-রেজিস্ট্রেশন, ভ্যাট সংক্রান্ত পরামর্শ ও সঞ্চয়পত্র সংক্রান্ত পরামর্শ দেয়া হবে।