নিজস্ব প্রতিবেদক:
মানুষকে মেরে মানুষের মুখ বন্ধ করা যাবে না। রাস্তায় নামা বন্ধ করা যাবে না মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, স্বয়ং আইয়ূব খান পারে নাই, এরশাদ পারে নাই, আপনারাও পারবেন না। এদেশের গণতন্ত্র প্রিয় মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
কোটা সংস্কার আন্দোলনকে একটি ন্যায্য গণতান্ত্রিক আন্দোলন দাবি করে তিনি আরও বলেন, গত ৭ দিন ধরে এদেশের ছাত্রসমাজের উপরে সরকারের পেটোয়া বাহিনী কিভাবে হামলা করেছে দেশের মানুষ তা দেখেছে। কোটা আন্দোলন একটি গণতান্ত্রিক ন্যায্য আন্দোলন। এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ঘোষণা করছি। এদেশের মানুষের সমর্থন ঘোষণা করছি।
বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দক্ষিন পাশের সড়কে বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এড. সাখাওয়াত হোসেন খান আরও বলেন, আজকে এদেশে গণতন্ত্র নাই। আইনের শাসন নাই। এদেশে মানুষের অধিকার নাই। এদেশে গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনকে চুড়ান্ত পরিণতিতে নিয়ে যাবার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশে একটি গণবিপ্লব সংগঠিত করতে হবে। সে বিপ্লবে এদেশের ১৬ কোটি মানুষকে সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে।
এড. সাখাওয়াত হোসেন আরো বলেন, তিনবারের প্রধানমন্ত্রীকে ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে আজকে ৫ মাস যাবত আদালতের উপরে বন্দুক রেখে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। আজকে আদালতের ন্যায় বিচারের অধিকার ব্যাহত করেছে। নেত্রী যাতে জনগণের জন্য আন্দোলন করতে না পারে সেজন্য তাকে জেলে আটকে রাখা হয়েছে। ২ কোটি টাকার যে মিথ্যা মামলা দেয়া হয়েছে সেই টাকা এখনো সরকারি ব্যাংকে জমা আছে। ২ কোটি টাকা এখন ৬ কোটি টাকা হয়েছে। কিন্তু সেই টাকার জন্যই তাকে ৫ বছরের জেল দেয়া হয়েছে। এভাবে গণতন্ত্রকে আটকে রাখা যাবে না। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. হুমায়ূন কবির, মহানগর বিএনপি নেতা আনোয়ার প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, সহ সভাপতি দেলোয়ার শাহ, বন্দর থানা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন শিশিরসহ প্রমুখ।