নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশের দায়ের করা পৃথক তিনটি মামলায় জামিন পেয়েছেন তিন সাংবাদিক। জামিনপ্রাপ্তরা হলেন, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদল, সময়ের নারায়ণগঞ্জের সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল ও যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান।
বৃহস্পতিবার (২১ জুন) নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে ওই তিন সাংবাদিক হাজির হলে আদালত তিনজনকেই আইনজীবীর জিম্মায় জামিন দেন।
তিনজনের পক্ষে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মোহসীন মিয়া, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান, সিনিয়র আইনজীবী জাকির হোসেন, আইনজীবী সমিতির সহসভাপতি আজিজ আল মামুন, কোষাধ্যক্ষ নূরুল আমীন মাসুম, শাহ্ মাজহারুল ইসলাম, শরীফুল ইসলাম শিপলু ও নাঈম উদ্দিন তপনসহ প্রমুখ।
এড. মোহসীন মিয়া জানান, ২১ জুন ছিল মামলার নির্ধারিত ধার্য তারিখ। কিন্তু এদিন বাদী ও তাদের আইনজীবী কেউ আদালতে উপস্থিত হননি। আমরা বিবাদীদের জামিন চেয়েছি। আদালত শুনানি শেষে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত বিবাদীদের জামিন দেয়া হয়েছে।
প্রসঙ্গত, একটি সংবাদ প্রকাশের কারণে দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধানের বিরুদ্ধে ১০ কোটি, ইত্তেফাকের নারায়ণগঞ্জ সংবাদদাতা ও স্থানীয় দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান বাদলের বিরুদ্ধে ৫ কোটি এবং দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েলের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়।