নিজস্ব প্রতিবেদক:
ব্যস্ত এই নগরীতে আমরা যেখানে পাশের বাসার খবরই রাখি না, সেখানে সুবিধাবঞ্চিত ক্ষুধার্ত মানুষের মুখে অন্তত সপ্তাহে দুই দিন উন্নত মানের খাবার তুলে দিতে কাজ করে যাচ্ছে শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার। ফুড ফর লাইফ প্রোগ্রামের মাধ্যমে তারা নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতি বৃহস্পতিবার ও বুধবার শহরের যে যায়গায় সুবিধাবঞ্চিত মানুষ থাকবে সেখানে গিয়ে উন্নত মানের খাবার পরিবেশন করবে। এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দানের জন্য থাকবে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে, প্রজেক্টরের মাধ্যমে শিশুদের শিক্ষামূলক মিনা কার্টুন দেখানো। এবং তাদের হাতে কলমে প্রাথমিক শিক্ষা প্রদান। এছাড়া শিশুদের সাথে নেচে গেয়ে আনন্দ করা।
অসহায় মানুষের জন্য কাজ করা অদম্য বাসনা নিয়ে শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার ফুড ফর লাইফ প্রোগ্রামের মাধ্যমে শহরের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষে কাজ করে যাচ্ছে।
সংগঠনটির কর্ণধাররা জানিয়েছেন, সপ্তাহে দুইদিন তারা শহরের বিভিন্ন স্থানে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরন করবেন।
তারা জানান, আমাদের সমাজে নানা প্রকার সুবিধাবঞ্চিত দুঃখি বাচ্চারা যারা আপনার বা আমার কাছে হঠাৎ ভিক্ষা নিতে হাত বাড়িয়ে উপস্থিত হয়ে যায়। সবসময় উপকারি বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়েছেন আমাদের ছোট্ট শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টারের সকল সদস্যবৃন্দ। এই অবুঝ শিশুদের যেন মনে না হয় যে তারা সামজের সুবিধাপ্রাপ্ত লোকদের থেকে আলাদা এবং অবহেলিত। তাদের মুখে দু’মুঠো ভালো খাবার সাথে কিছু খেলনা, কিছু বেলুন দিয়ে তাদের মুখে একটু হাসি হাসি এবং তাদের সাথে গান করে এবং নেচে হারিয়ে যাওয়া সেই আনন্দ ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টারের সদস্যরা জানান, বিগত সাত বছরের দীর্ঘ প্রচেষ্টার ধারাবাহিকতায় আজ আামাদের এই ছোট্ট নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার দুঃখি শিশুদের হাস্যোজ্জ্বল একটি জীবনের উদ্দেশ্যে উন্নত মানের খাবার সম্পূর্ণ বিনামুল্যে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে কাজ করছে। আামদের বড় কোন অনুদান না থাকা স্বত্তেও এই ফুড ফর লাইফ প্রোগ্রাম টিম রাস্তায় নেমে বঞ্চিত শিশুদের জন্য ভিক্ষা করেছে দ্বারে দ্বারে। শহরের দ্বিগুবাবুর বাজার, কালিবাজার, চারারগোপ, ফলপট্টি, বিভিন্ন মিষ্টির দোকান, মুদি দোকান ও সবজি বাজার থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী সংগ্রহ করে রান্না করে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরন করা হয়। হতদরিদ্র শিশুদের মুখে দুইমুঠো খাবার দিয়ে ভালবাসা দিয়ে দুই ছটা হাসি ফিরিয়ে আনার উদ্দেশ্য এবং সেইটা সম্ভব হয়েছে সমাজে কিছু উপকারী ব্যক্তিদের উৎসাহ ও উদ্দীপনায়। শুধু এক-দুইদিন নয় শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার এর সদস্যবৃন্দ প্রতি সপ্তাহে বুধবার নিতাইগঞ্জে এবং বৃহস্পতিবার চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে হতদরিদ্র শিশুদের আনন্দ জোগাবে তাদের পাশে দাড়াঁবে ফুড ফর লাইফ প্রোগ্রামের মাধ্যমে।
তাই সমাজের সকল বিত্তবান ও দানশীল ব্যক্তিবর্গসহ হৃদয়বান এর নিকট আকুল আবেদন , আপনি ও শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টারে আয়োজিত নারায়ণগঞ্জ ফুড ফর লাইফ প্রোগ্রামটিতে যুক্ত হয়ে মানবকল্যান কার্যক্রম এগিয়ে নিতে সহযোগীতা করুন।
সকাল প্রকার সাহায্য সহযোগীতা করার জন্য যোগাযোগ করবেন শ্রীমান কৃষ্ণ কান্ত দাস ব্রক্ষ্মচারী (মন্দির অধ্যক্ষ) শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার হরে কৃষ্ণ নামহট্ট সংঘ (ইসকন) গোয়ালপাড়া, নগর খানপুর, নারায়ণগঞ্জ। মোবাইল নং- ০১৭৪৯০৬৭০৪২, ০১৭০৮৫১৯৮৩।