আজ শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মানবধর্মের উপর কোন ধর্ম নেই: আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা যে ধর্মই পালন করি না কেন, মানবধর্মের উপরে কোন ধর্ম নাই। এই কথাটা সব ধর্মেই বলা আছে। বলরাম বলি আর জগন্নাথই বলি না কেন উনি এক এবং বিরাজমান সব জায়গায়। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উনি জনকল্যাণে কাজ করে যাচ্ছেন।’

শুক্রবার (১২ জুলাই) বিকেলে শহরের নিতাইগঞ্জে বলদেব জিউর আখড়া মন্দিরের সামনে রথযাত্রার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রতিটি প্রার্থনায় আশীর্বাদ করবো যেন উনি বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সাফল্য অর্জন করতে পারে। কারণ ধর্ম ও ঈমানের আরেকটি পূর্বশর্ত দেশপ্রেম। যে দেশকে ভালোবাসবে না তার কোন ধরণের এবাদতই সৃষ্টিকর্তা কবুল করবে না।’

মেয়র বলেন, ‘আমরা মানব সেবায় ব্রতী হয়ে দেশকে, সংস্কৃতি, উৎসবকে ভালোবাসবো। আমরা ধর্ম পালন করবো কিন্তু উৎসব আমরা একসাথে করবো। নারায়ণগঞ্জ সব দিক থেকেই বিখ্যাত। এই রথযাত্রাও আমাদের পরিচিতি করিয়ে দিয়েছে। আমরা যে সকল ধর্ম, বর্ণ মিলেমিশে থাকি তা বহির্বিশ্বের কাছে অনেকটা পরিচিত হয়ে গেছে। নারায়ণগঞ্জে যারা এসেছেন তাদের অভিনন্দন জানাই।’

স্পন্সরেড আর্টিকেলঃ