সংবাদচর্চা রিপোর্ট: মাধবদী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার তালিকাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলে বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে মোঃ নাজমুল হাসান (বর্তমান ঠিকানা মাধবদী, গরুহাটা), আড়াইহাজার থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ খলিল মিয়া (২২), মাধবদী থানার বিরামপুর এলাকার মৃত শুক্কর আলীর ছেলে দিল মোহাম্মদ ওরফে দেলু বাবুর্চি (৫২)। সোমবার ৯ নভেম্বর তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামিদের দখল নিকট থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা প্রক্রিয়াধীন।