আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মাদারীপুর জেলা

 

মাদারীপুর জেলাশহিদুল ইসলাম লিখন:ফুটবল উৎসবে মেতে উঠেছে মাদারীপুর। শনিবার বিকেলে আচমত আলী খান স্টেডিয়ামে পর্দা উঠেছে জেলা পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। টুর্নামেন্টের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুনামেন্টের পৃষ্ঠপোষকতা করছে জেলা পরিষদ। এতে ৮টি জেলার ফুটবল দল অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টকে ভাষা সৈনিক ও স্বাধীনতা সৈনিক নাম দিয়ে দুটি গ্রুপে ভাগ করেছে ৮টি জেলার দলকে। ভাষা সৈনিক দলে রয়েছে মাদারীপুর, নায়ায়নগঞ্জ, পটুয়াখালী ও গোপালগঞ্জ জেলা দল এবং স্বাধীনতা সৈনিক দলে রয়েছে খুলনা, বরগুনা, বরিশাল ও রাজবাড়ি জেলা দল। আগামী ৯ ফেব্রুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী খেলায় স্বাগতিক মাদারীপুর জেলা দলের মুখোমুখি হয় নারায়নগঞ্জ জেলা দল। শীতের নরম রোদ গায়ে মেখে খেলা যখন মাঠে গড়ায়, তখন ঢোলের বাজনায় মেতে ওঠে স্টেডিয়ামের চারিপাশ। দর্শকরাও মেতে ওঠে আনন্দে। শুরু থেকেই দুই দল চমৎকার ফুটবল খেলে। প্রথম দিকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে। বিরতির সময় ঘনিয়ে আসার ৫ মিনিট আগে মাদারীপুর দলের ১০ নম্বর জার্সি পড়া খেলোয়াড় কাঞ্চনের দারুণ সটে এক গোল করে মাদারীপুর দল। পিছয়ে পড়া নারায়নগঞ্জ দল চরম উত্তেজনার মধ্যে দিয়ে বার বার চেষ্টা করেও মাদারীপুর দলের গোল বক্সে বল জালে জড়াতে ব্যর্থ হয়। বিরতির পর নারায়নগঞ্জ দল গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। খেলার শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলে মাদারীপুর দল। বার বার নারায়নগঞ্জ দলের ডি-বক্সের সামনে বল এনেও বল আর পূনরায় জালে জড়াতে পারেনি মাদারীপুর দল।
উদ্বোধনী খেলায় স্বাগতিক মাদারীপুর দলের সব খেলোয়াড় ভালো খেলা দর্শকদের উপহার দিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছেন দলের ৫ নম্বও জার্সি পরিধানকারী খেলোয়াড় অন্তু।
উদ্বোধনী খেলায় জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন প্রমুখ।