আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদারীপুরে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি॥
নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে এই স্লোগান কে সামনে রেখে ২৭ শে ফেব্রুয়ারী বুধবার সকালে মাদারীপুরে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. অখিল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ। বক্তারা বলেন এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময়ের কাশি যক্ষ্মার প্রধান লক্ষণ। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়।

মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটাব এর সোস্যাল মবিলাইজার ও ফিল্ড সুপারভাইজার তরুন কুমার বিশ^াস। সভায় সভাপতিত্ব করেন নাটাব এর মাদারীপুর জেলা সেক্রেটারী এবিএম বজলুর রহমান রুমি খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন নিউজের মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খান।
এতে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর কবির, মাহবুবর রহমান বাদল সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।