আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদারীপুরে ভিটামিন‘এ’ ক্যাপসুল বিষয়ক সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান – এই স্লোগান কে সামনে রেখে আগামী শনিবার ৯ ফেব্রুয়ারী সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন হতে যাচ্ছে। এ বিষয়ে আজ বুধবার সকালে মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) বাস্তবায়ন উপলক্ষে মাদারীপুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা: ফরিদ হোসেন মিয়া আগামী শনিবার ৯ ফেব্রুয়ারী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) বাস্তবায়ন বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরে সভায় জানানো হয় আগামী ৯ ফেব্রুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) সারাদেশে একটি নীল রঙের ও একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা সিভিল সার্জন ডা: ফরিদ হোসেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা: মো: একরাম হোসেন ও সমন্বয়কারী ইব্রাহিম খলিল প্রমুখ। ডা: এম এম খলিলুজ্জামান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আর মুর্তজা, সিনিয়র সাংবাদিক মাহবুবর রহমান বাদল, জাহাঙ্গীর কবির, শাজাহান খানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।