মাদারীপুর প্রতিনিধি
‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই শ্লোগান কে সামনে রেখে মাদারীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরের শকুনি লেক এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে গিয়ে শেষ হয়। পরে লাইব্রেরীর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সেফাউর রহমান, জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সহ-সভাপতি বাবুল দাস, মাদারীপুর জেলা হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সভাপতি কে.এম হাবিবুর রহমান, জেলা চালকল মালিক সমিতির সহ সভাপতি মো: আনোয়ার হোসেন ও সাংবাদিকবৃন্দ।