আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মাদক সম্রাট কানা ইব্রাহীম গ্রেফতার

মাদক সম্রাট

মাদক সম্রাট

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সম্রাট ইব্রাহীম ওরফে কানা ইবুকে (৫০) গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার দুপ্তারা সেন্ট্রাাল করোনেশন উচ্চ বিদ্যালয় এলাকার পাঁকা রাস্তায় গাঁজা বিক্রি করতে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতির টের পেয়ে তার সাথে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে আধা কেঁজি উদ্ধার করা হয়। আটক ইবু বাজবী পূর্বপাড়া এলাকায় মৃত ইসমাইল ফকিরের ছেলে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, আটক কানা ইবু আড়াইহাজারের তালিকভূক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন কারাভোগ করেছে। কয়েক মাস পূর্বে জেল থেকে বেড়িয়ে এসে ফের মাদক ব্যবসা শুরু করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ