আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক সম্রাজ্ঞী কোহিনুর গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি:

মাদক সম্রাজ্ঞী কোহিনুর বেগম ওরফে বাতাসিকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ । গত ০৩ মার্চ দিবাগত রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দোনারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১১,০৪০/ টাকা উদ্ধার করা হয়। সে দাউদকান্দির মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। আসামি গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব -১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী। তিনি জানান, কোহিনুর বেগম @ বাতাসির বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন আনোয়ারখোলা এলাকায়। সে কুমিল্লা দাউদকান্দির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার দায়ে বহুবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছে। তার বিরুদ্ধে ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্যমতে দাউদকান্দি এলাকায় বিভিন্ন মাদক সেবনকারীদের কাছে অবাধে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে থাকে। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্পন্সরেড আর্টিকেলঃ