আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক মামলায় নাজিরের জেল

সংবাদচর্চা রিপোর্ট:
মাদক মামলায় নাজির হোসেনকে (৪০) ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩মাসের কারাদন্ডের আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলম। সাজাপ্রাপ্ত আসামি মুন্সিগঞ্জ জেলার চর সন্তোষপুর এলাকার মো. ফজল করিম এর ছেলে।
সাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে রোববার এ আদেশ দেন আদালত বলে নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী জাকির হোসাইন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৩ মে রাত ৯ টার সময় সদর থানার চর সৈয়দপুর শান্তা ফিলিং ষ্টেশনের সামনে মাদক বিক্রির করা কালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আসামিকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ। সে সময় আসামির দেহ তল্লাশী করে ডান পকেটে ডলফিন নামক ম্যাচের ভিতরে ছোট পলিথিন মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ