সোনারগায়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার অধরাসহ ৩জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন, সোনিয়া আক্তার ওরফে অধরা (২৬), মো. মোতালেব ওরফে নাদিম (৩৪) এবং মো. নাসির হোসেন (৪৩)।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ৩ সেপ্টেম্বর র্যাব-৩ সোনারগাঁয়ের কাঁচপুর সিএনজি অ্যান্ড রিফুয়েলিং সেন্টারের কাছ থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের বহনকারী একটি প্রাইভেট কার, ৪ টি মোবাইল এবং নগদ ২১ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের সোনাগাঁ থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। পরে বৃহস্পতিবার তাদের রিমান্ড শুনানি হয়। আদালত শুনানি শেষে সোনিয়া আক্তার ওরফে অধরার একদিন এবং অপর দুই যুবকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।