আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দরে ইয়াবা ও গাঁজা

মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

সোনারগাঁ প্রতিনিধি:
উপজেলার হাবিবপুর ও মঙ্গলেরগাঁও এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাবিবপুর রতœদ্বীপ বিউটি পার্লারের সামনে থেকে ফেন্সিডিল সহ আনোয়ার হোসেন ও মঙ্গলেরগাঁও এলাকা থেকে ইয়াবা সহ ফারুক হোসেন রুমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সনমান্দী গ্রামের ফজলুল হকের ছেলে ও ফারুক হোসেন পিরোজপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামের ফজলুল হক মেম্বারের ছেলে। গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।