আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদকের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

‘আমাদের অঙ্গিকার মাদকমুক্ত পরিবার, জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুর সরকারি কলেজে মাদকের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের ভুমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের কুফল সংক্রান্ত গনসচেতনতা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে রবিবার (০৭ এপ্রিল) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর সরকারি কলেজ ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ শহীদ উদ্দিন, লক্ষ্মীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান শরীফ।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র ও যুবসমাজকেই অনন্য ভুমিকা রাখতে হবে। এলক্ষ্যে ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ হয়ে পারিবারিক পরিবেশে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরে ছাত্র ছাত্রীদের মাদক বিরোধী শপথ করানো হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ