আজ সোমবার, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাঠে নেই না.গঞ্জের রাজনীতিকরা

সংবাদচর্চা রিপোর্ট
শিশু ধরা গুজবে এ জেলায় একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে গণপিটুনিতে নিহত হয়েছে একজন। রক্তাক্ত হয়েছে কয়েকজন। এই গুজবের পর এখন ছড়াচ্ছে, ৩ দিন বা ৭ দিন বিদ্যুত থাকবে না। ধারণা করা হচ্ছে একটা গোষ্ঠি সুচতুরভাবে দেশে সহিংসতা ছড়িয়ে দিতে এমন প্রতারণার আশ্রয় নিচ্ছে। সচেতন মহলের মতে, এ ক্ষেত্রে প্রশাসনকে আরও কঠোর ও সজাগ থাকতে হবে। সেই সাথে রাজনীতিকদেরও মাঠে নেমে জনসচেতনা বাড়াতে হবে। তবে এখন পর্যন্ত এ নিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিকদের কোন কর্মকান্ড চোখে পড়েনি।
দলের কেন্দ্র কোন কর্মসূচী ঘোষণা করলে স্থানীয়ভাবে তা অক্ষরে অক্ষরে পালন করতে দেখা যায় রাজনৈতিক দলগুলোকে। আবার নিজ বলয়ের নেতা বা নেত্রির কিছু হলে, তা নিয়েও মাঠে নামে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। পদ আনতে- পদের বিরোধিতা করতেও মিছিল মিটিং কম হয় না। বাজার থেকে নতুন ঝাড়– কিনে কমিটির বিরোধিতা করে মিছিল করে অনুগতরা। পছন্দের নেতার সমাবেশে যোগ দিতে বাদ্য-বাজনা সহ লোকবল নিয়ে হাজির হয় মূল দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভার এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু হয়। বিকেলে মিটিং হলেও সকাল থেকেই চলে তোড়জোর। তবে সাধারণ মানুষের দাবির বিষয়ে আগের মতো রাজনীতিকরা এখন রা’ করে না বলে মনে করেন সচেতন মহল। এমনকি গুরুত্বপূর্ণ বিষয়েও অনেক সময় তারা চুপ থাকেন।
দেশে শিশু ধরা আখ্যা দিয়ে সম্প্রতি নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। পেছন থেকে কে বা কারা গুজব ছড়িয়ে দেয় আর আম জনতা কিছু যাচাই না করেই গণপিটুনিতে অংশ নেয়। ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে নিজের মেয়েকে দেখতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে মারা যান বাক প্রতিবন্ধি সিরাজ। সিদ্ধিরগঞ্জে ওইদিনই একই অভিযোগ এনে শারমিন নামের এক নারীকে রক্তাক্ত করে উত্তেজিত জনতা। একইভাবে শহরের ২নং রেলগেট, ফতুল্লা, বন্দর, রূপগঞ্জসহ জেলার কয়েকটি স্থানে এমন ঘটেছে। এক সপ্তাহ আগে চানমারী বস্তিতে গৃহকর্মী খুঁজতে গিয়ে শিশু ধরা ভেবে আটকে রাখা হয় ইংলিশ মিডিয়াম স্কুল ‘চেঞ্জেস’ এর একজন শিক্ষিকাকে। ওই সময়ে কোন যাচাই না করে তাকে হেনস্থা করে বস্তির কিছু মাদক বিক্রেতা। পরে সহকর্মীদের উপস্থিতিতে ছাড়া পায় ওই শিক্ষিকা। এদিকে শিশু ধরা আতংক কাটাতে প্রশাসন বিভিন্নভাবে কাজ করছে। বিভিন্ন স্থানে সভা, মাইকিং করে তারা গণসচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। তবে এদিকটায় পিছিয়ে আছে রাজনীতিকরা।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, নারায়ণগঞ্জের নেতারা শুদ্ধ না হলে কাজ হবে না। নেতাদের পরির্বতন করা দরকার। যারা আছেন তারা জনগনের সমস্যা দেখেন না। তারা নিজেদের ব্যক্তিগত কাজ নিয়ে থাকেন।
মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, গন পিটনির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই সমস্যা এখন জাতিগত সমস্যায় পরিণত হয়েছে। আমরা আলোচনা করছি যাতে করে এই ধরনের ঘটনা থেকে পরিত্রান পাওয়া যায়। তিনি জানান, দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা হচ্ছে কর্মসূচির বিষয়ে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, দেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্র কাজ করছে। আমরা সামাজিকভাবে এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন স্কুল ,কলেজ, মাদ্রসায় সচেতন করছি। তবে রাজনৈতিক ভাবে করা হচ্ছে না। তিনি বলেন, এটা রাজনৈতিক সমস্যা নয়।