আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাঝিনায় ফল ব্যবসাীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জের মাঝিনা নদীর পাড় এলাকার ফলের দোকানি ফজলুল হকের উপর হামলা চালিয়েছে শাকিল ওরফে ফেন্সি শাকিল সহ তার সহযোগিরা। তারা ফজলুল হক পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই ফল ব্যবসায়ী হাসপাতালে ভর্তি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন ফজলুল।

অভিযোগে ফজলুল হক বলেন, গত শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার মাঝিনা নদীর পারের পাশ^বর্তী ইছাখালি মোড়ে একটি সেলুনে বসে ছিলাম। ওই সময় পূর্ব শত্রুতার জেরে মাঝিনা এলাকার মৃত ইসলামের ছেলে শাকিল (৩৫), আব্দুল হকের অমিত (২৪) ও কাইয়ুম এর ছেলে রাজু (২৫) এসে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করার চেষ্টা করে। শাকিল মাথায় আঘাত করে এবং অমিত ও রাজু পিটিয়ে রক্তাক্ত করে। এসময় চিৎকার দিলে আসে পাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, ফল ব্যবসায়ী ফজলুল হকের উপর হামলাকারী শাকিলকে অনেক ফেন্সি শাকিল নামে চেনেন। তার কয়েকজন সহযোগি রয়েছে যারা তার সাথে থাকে বিভিন্ন কর্মকান্ড করে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার এক উপপরিদর্শক জানান, ফল ব্যবসায়ী ফজলুল হকের উপর হামলার ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।