আজ বুধবার, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাছ ঘাটে প্রকাশ্যে জুয়া

রেদওয়ান আরিফঃ

শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা সংলগ্ন ৩ নং মাছ ঘাট থেকে শুরু করে ৫ নং ঘাটের চায়ের দোকান গুলোতে প্রতিদিন দুপুর থেকে শুরু করে গভির রাত পর্যন্ত প্রকাশ্যে চলছে রমরমা জুয়ার আসর। একই চিত্র দেখা যায় নদীতে ভিড়ানো পল্টনগুলোতেও। স্থানীয় মাছ বিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন এলাকার জুয়াড়িরা একত্রিত হয়ে জুয়ায় লিপ্ত হচ্ছে এখানে।

সরেজমিনে দেখা যায়, ঘাটের বেশ কিছু চায়ের দোকানে এলাকার স্থানীয় মাছ বিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রকাশ্যে জুয়া খেলছে। নদীতে ভীড়ানো পল্টনের মধ্যে প্রায় ৫ থেকে ৬ টি গ্রুপ দলবেধে প্রকাশ্যে জুয়া খেলতে দেখা যায়। রাস্তার পাশে এবং বেশি হওয়ায় জুয়ার আসরগুলো চোখে পড়ে সবার।

দীর্ঘদিন ধরে এসব জুয়ার আসরগুলো চলে আসলেও করোনাকালে তা বেড়েছে দ্বিগুন হারে। অনেক জায়গায় স্থানীয় প্রতিনিধিদের কারণে জুয়াড়িরা সুবিধা করতে না পারলেও এই মাছ ঘাটে তারা নির্বিঘ্নে হরদম জুয়া খেলে যাচ্ছে।