মাইজভান্ডারী সঙ্গীত নিকেতনের অফিস উদ্বোধন
ইমরান সোহেল,চট্টগ্রাম ব্যূরো:
বিবিরহাট হামজারবাগস্থ গাউসিয়া হক ভাণ্ডারী খান্কাহ শরীফ মিলনায়তনে মাইজভাণ্ডারী সংগীত নিকেতনের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি উদ্বোধন শেষে আলোচনা সভা মাইজভাণ্ডারী সংগীত নিকেতনের সভাপতি আলহাজ্ব সিরাজুল মোস্তফা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উদ্বোধক ছিলেন অধ্যাপক এ.ওয়াই.এম. জাফর। আলোচনায় অংশগ্রহণ করেন ফজলুল হক ফজুর, এম. মাকসুদুর রহমান হাসনু, আদিল মাহবুব আকবরী, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ ওমর ফারুখ, রেজাউল করিম রুবেল, ইউসুফ আলী, খোরশেদ আলম, মোহাম্মদ খুরশিদ আলম, আহসানুল করিম বাবু, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, কাজী মোহাম্মদ মহসিন, মনছুর আলম, মমতাজ আহমেদ, মামুন প্রমূখ। আগামীকাল ১৪ ফেব্র“য়ারি থেকে সঙ্গীত নিকেতনের ৫ বৎসর মেয়াদী কোর্স চালু হবে।