আজ শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মহিলাদের ক্ষমতা পাওয়া উচিত: প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে উত্তরপ্রদেশ সরকারের দিকেই আঙুল তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বর্তমানে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করতে দেখা যায় তাকে। প্রিয়াঙ্কা গান্ধী নারীদের আত্মরক্ষার জন্য পুরুষদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভারতের উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধ যেভাবে বাড়ছে তা নিয়ে রাজ্যেরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘উন্নাওতে দেখা গেছে যে গত ১১ মাসে প্রায় ৯০ টি ধর্ষণের ঘটনা ঘটেছে।’

প্রিয়াঙ্কা বলেন, আমি বলব যে মহিলাদের সমাজে ক্ষমতা পাওয়া উচিত। আমি আমার বোনেদের বলব পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচন লড়ুন এবং রাজনীতিতে এগিয়ে আসুন, আপনি ক্ষমতা হাতে নিন এবং নিজেই নিজের আত্মরক্ষা করুন।

স্পন্সরেড আর্টিকেলঃ