আজ শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মহাসড়কে লেগুনা নিষিদ্ধই থাকবে ……….হাইওয়ে পুলিশ সুপার

সোনারগা প্রতিনিধি : হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার সফিকুল ইসলাম বলেছেন, মহাসড়কে লেগুনা চলাচলের অনুমোদন দেবে সরকার, হাইওয়ে পুলিশ দিতে পারেন না তাই মহাসড়কে লেগুনা নিষিদ্ধই থাকবে। তিনি গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কাচঁপুর হাইওয়ে পুলিশ আয়োজিত ওপেন হাউসডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন।

তিনি মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের উদ্দেশ্যে বলেন, ওভারলোড ও ওভারটেকিং করে গাড়ি চালাবেন না। মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করবেন এতে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরশনে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

অনুষ্ঠানে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম আলী সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাজীপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোস্তফা মিয়া, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, কাচঁপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তৈয়বুর রহমান প্রমূখ।

স্পন্সরেড আর্টিকেলঃ