আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের মহাসড়কে ‘কেউ পেলো ফুল, কেউ মামলা’

মহাসড়কে ‘কেউ পেলো ফুল

 

মহাসড়কে ‘কেউ পেলো ফুলনিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র চেক করছে। যারা কাগজপত্র দেখাতে পারছেন তাদের ফুল বিতরণ করছে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ।  তবে যাদের কাগজপত্র ছিল না তাদের মামলা দেওয়া হয়েছে।

১১ আগস্ট রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড মোড় ও শিমরাইল ট্রাফিক বক্সের সামনে চালকদের রজনীগন্ধা ফুলের স্টিক বিতরণ করেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন ও টিআই মো. শরীফ উল ইসলাম প্রমুখ।

পরিদর্শক মোল্লা তাসলিম হোসেন জানান, সাত দিনব্যাপী ট্রাফিক সপ্তাহের শেষ দিন হওয়ায় নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের উদ্যোগে মহাসড়কের দুইটি পয়েন্টে চালকদের ফুল দেওয়ার আয়োজন করা হয়। মূলত যেসব গাড়ির ও চালকের কাগজপত্র সঠিক ছিল তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ ছাড়া যেসব চালকদের কাগজপত্র যথাযথ ছিল না তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ফুল দেওয়া হয়েছে দুই শতাধিক কিন্তু মামলা দেওয়া হয়েছে সাড়ে ৪’শ।

তিনি আরো জানান, গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহে ত্রুটিপূর্ণ যানবাহন, কাগজপত্র যথাযথ না থাকায় শেষ দিন (১১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত জেলা জুড়ে ৩ হাজার মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে শুধুমাত্র রোবাবার মামলা দেওয়া হয়েছে ৪৫০টি। মামলার পাশাপাশি চালকদের হুশিয়ারী দেওয়া হয়েছে যাতে অবিলম্বে কাগজপত্র ঠিক করিয়ে নেয়। অন্যথায় আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো জানান, ১১ আগস্ট ট্রাফিক সপ্তাহের শেষ দিন হলেও ওইদিন দুপুরে পুলিশের সদর দফতরের নির্দেশে ট্রাফিক সপ্তাহ আগামী আরো ৩ সপ্তাহ বাড়ানো হয়