আজ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মহারাষ্ট্রে রাষ্ট্রপতির শাসন জারি

ভারতের মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। রাজ্যপাল ভগত সিং কেশিয়ারির প্রতিবেদন কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি শাসনের সবুজ সংকেত দেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তবে এ নিয়ে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর বিজেপি, শিবসেনা, এনসিপি, তিন দলকেই সরকার গঠনের জন্য আহ্বান জানান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে পারেনি কেউ। কেন্দ্রীয় সরকারকে এই রিপোর্ট দেওয়ার পরই মঙ্গলবার রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এদিন সকাল ১১টায় রাজ্যপালের সঙ্গে কথা বলে এনসিপি। তারাও আরও সময় চায়। শিবসেনাকে সমর্থন নিয়ে এনসিপি ও কংগ্রেসের আলোচনা চলার মধ্যেই রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্ত আসে।

সরকার গঠনের দাবি জানাতে শিবসেনা ব্যর্থ হয়ে তিনদিন অতিরিক্ত সময় চায়। তা দিতে চাননি রাজ্যপাল। তারপরেই সোমবার সন্ধ্যায় সরকার গঠনের জন্য এনসিপিকে আহ্বান করা হয়।
শেষ মুহুর্তে সর্মথনের চিঠি দিয়ে যখন শিবসেনা যখন রাজ্যপালের দরবার যাওয়ার জন্য প্রস্তুত তখন কংগ্রসের তরফে জানানো হয় কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে আলোচনার প্রয়োজন।

স্পন্সরেড আর্টিকেলঃ