আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহানুববতার পরিচয় দিলেন এমপি বাবুর সহধর্মিণী

নারায়নগঞ্জের আড়াইহাজাররে তানভীর নামে এক শিশুর জিবন বাচাতে মহানুববতার পরিচয় দিলেন স্থানীয় এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর সহধর্মিণী ডাঃ সায়মা আফরোজ ইভা। তানভীর মারুয়াদী গ্রামের প্রবাসী দেলোয়ারের ছেলে। গত সোমবার (৬জানুয়ারী) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী-মনোহরদী রাস্তার কাজ চলার সময় তানভীর ও তার সহপাঠীরা রাস্তায় খেলা করছিল। খেলার ছলে তানভীর বালুচাপা পড়ে যায়। ওই রাস্তা নির্মাণের ভেকু দিয়ে উদ্ধার করে স্থানীয়রা তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নব নিযুক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা শিশুটিকে গুরত্বর অবস্থা দেখে এবং সারা শরীরে বালু দেখে সকল ডাক্তারদেরকে ডেকে আনেন। এবং শিশুটির অবস্থা পর্যালোচনা করেন। তিনি নিজেই শিশুটিকে পরিস্কার করে নুতন তোয়ালে পরিধানের কাপড় কিনে দেন, এবং নিজের টাকা দিয়ে ফ্রী এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন। এদিকে শিশুটিকে মানবিকভাবে চিকিৎসা দেয়ার পাশাপাশি দ্রুত ঢাকা পাঠিতে হাসপাতালের স¦াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভার আন্তরিকতায় উপস্থিত জনতা খুশি হন। যেকোন রোগীর পাশে থেকে তিনি সর্বদা সেবা দেন বলে এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান। তাই সেবা ও মায়ার কারনে আড়াইহাজারবাসী তাকে মমতাময়ী ভাবী বলে ডাকেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি সুস্থ্য আছেন।