রাজনৈতিক প্রতিবেদক
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটির গঠন করায় বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে ঢাকার অফিসে গিয়েছেন মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। গতকাল শনিবার বিকালে নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মকছুদুর রহমান (জাবেদ) বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ সিআইপিকে কৃতজ্ঞতাস্বরুপ ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে চলতি বছরের গত ১৪ ফেব্রোয়ারী ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনসহ ঘোষণা দেয়ায় এ কৃতজ্ঞতাস্বরুপ শুভেচ্ছা জানান। নতুন কমিটি পেয়ে নেতারা যেন সঠিক পথে ও সঠিক কার্যক্রম চালায় সে ব্যপারে শতর্কভাবে কাজ কররার পরামর্শ দেন কেন্দ্রীয় কমিটির এই নেতা। নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মকছুদুর রহমান (জাবেদ) দৈনিক সংবাদচর্চাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সর্বক্ষেত্রে আমরা বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতারা আজীবন এ উন্নয়নের ধারাবাহিকতা থাকার স্বার্থে কাজ করে যাব। আমরা দলের স্বার্থে সর্বদা সিনিয়র নেতাদের অনুস্বরণ করব।