নিজস্ব প্রতিবেদক:
বিএনরি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে শহরের দেওভোগ আখড়ার মোড় হতে জাকির খান সমর্থক মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক লিংরাজ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি দেওভোগ আখড়ার মোড় হতে বের হয়ে দেওভোগ কাঠের দু’তলা, পাক্কারোড, বেপারীপাড়া এলাকা ঘুরে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক লিংরাজ খান অভিযোগ করে বলেন ‘বিনা ভোটে নির্বাচিত শেখ হাসিনার অবৈধ সরকার বিএনপির চেয়ারপার্সন দেশমাতা খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে দেশে এক তরফা নির্বাচনের পায়তারা করছে’। এ জন্য ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো নব্য স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে গর্জে ওঠার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিচার বিভাগকে অনৈতিকভাবে ব্যবহার করে খালেদা জিয়াকে অপরিচ্ছন্ন, জনমানবশূন্য কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তিনি অসুস্থ খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণসহ মুক্তি ও ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল নেতা মো: সজীব, সরকারি তোলারাম কলেজ ছাত্রদল নেতা মো: ফাহিম, গোগনগর ইউনিয়ন ছাত্রদল নেতা মো: ইয়াসিন, মো: সেলিম, মো: রয়েল, মো: আফজাল, মো: সজীব-২, সুজন, রিয়াদ ও মোমিনসহ বিভিন্ন ইউনিট ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।