সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫ সদস্যের, ফায়ার ব্রিগেড ৪ সদস্যের এবং তিতাস ১০ সদস্যের আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে ঘটনার রহস্য উদঘাটনে। সকাল থেকেই এ তিনটি কমিটির সদস্যরা ঘটনাস্থলে নানা দিক ক্ষতিয়ে দেখছেন। এলাকা বাসির অভিযোগ তিতাসে অভিযোগ জানালেও ঘুষের টাকার জন্য তারা কাজ করেনি।
দুপুরে তিনটি তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসেছেন সংশ্লিষ্ট প্রশাসনগুলোর প্রাথমিক ধারণা বিদ্যুৎতের শর্ট সার্কিট ও জমে থাকা গ্যাসের কারণেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকাবাসির অভিযোগ তিতাস কর্তৃপক্ষের কাছে তারা এই গ্যাস লিকেজের ব্যাপারে জানালে তারা টাকা দাবি করে।
শুক্রবার রাতে এশার নামাজের পর মসজদের ৬ টি এয়ার কন্ডিশনার এসি বিস্ফোরিত হয়ে মসজিদের আগুন জ্বলে উঠে। ওই সময়ে মসজিদে থাকা মুসল্লীদের গায়ে আগুন ধরে যাওয়ায় মুসল্লিরা আত্মচিৎকার করেন। পরে আশেপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে ৩৭ জন দগ্ধ রোগীকে ঢামেকের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আশংকা জনক অবস্থায় আরও ২৬ জন।