আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মসজিদে নির্মাণ সামগ্রী দিয়ে ফের আলোচনায় ওসি

বগুড়া প্রতিনিধি:
জামে মসজিদে উন্নয়ন সামগ্রী দিয়ে ফের আলোচনায় এসেছেন বগুড়ার নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নাসির উদ্দিন। সম্প্রতি নিজেকে এতিমদের পিতা ঘোষণা দিয়ে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা। উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও এতিমদের পাশে থাকাসহ দুস্থ অসহায় এবং বিধবা নারীদের সার্বিক সহায়তা করে দানবীর হিসেবেও খ্যাত ওসি নাসির উদ্দিন।

শুক্রবার (৫ এপ্রিল) পৌর শহরের কালিকাপুর পুরাতন জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ কমিটির সভাপতির কাছে নির্মাণ সামগ্রী দেন থানার ওসি। এসময় পৌর ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক বাচ্চু, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক প্রতিনিধি নজরুল ইসলাম দয়া, থানার এএসআই আকতারুজ্জামান, স্থানীয় আওয়ামীলীগ নেতা ফকির মজিবর, শাহাদত হোসেন মিঠু, মসজিদ কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা কামাল, সমাজ সেবক মামুনুর রশিদ, হাছেন আলী, ছাত্রলীগ নেতা তানভীর রাজু প্রমূখ।

স্পন্সরেড আর্টিকেলঃ