নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মলম ও অজ্ঞান পার্টির মা-ছেলেসহ ৩ সদস্য র্যাবের হাতে গ্রেপ্তার হলো। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড চৌরঙ্গী মার্কেট এলাকা থেকে মলম পার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো-আড়াইহাজার উপজেলার সাতগাঁও ইউনিয়নের পাঁচরুখী নয়া পাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন ভূইয়ার ছেলে নাদিম ভূইয়ার দ্বিতীয় স্ত্রী ফেরুন আক্তার মনি (৩৬), তার ছেলে মো. রুমান ভূইয়া(১৯) এবং পটুয়াখালী জেলার গলাচিপা থানার কোর্টখালী গ্রামের রুমা আক্তার সালমা(৩১)। বৃহস্পতিবার (১৮জুলাই) সন্ধ্যায় র্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দৈনিক সংবাদচর্চা পত্রিকার নিজস্ব প্রতিবেদক এ বিষয়ে আরো জানার জন্য পাঁরুখী বাজারে আসলে নাদিম ভূইয়ার দ্বিতীয় স্ত্রী ফেরুন আক্তার মনির ব্যাপারে জানতে চাইলে এক লোক বলেন,নাদিম ভূইয়া তাদের দিয়ে বিভিন্ন সময় এসব কাজ করায় । তারা হলো মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্য। তাদের মূল হোতা ফেরুন আক্তার মনির স্বামী নাদিম ভূঁইয়া। নাদিম তাদের দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্স করিয়েছে বলে জানা গেছে। ফেরুন আক্তার মনি নাদিম ভূইয়ার দ্বিতীয় স্ত্রী, নাদিম ভূইয়া হলেন আড়াইহাজার উপজেলার সাতগাঁও ইউনিয়নের পাঁচরুখী নয়া পাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন ভূইয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই নিরীহ মানুষের বাড়ি -ঘর, জমি-জমা জোরপূর্বক দখলসহ মলম পার্টি ও অজ্ঞান পার্টির মূল হোতা বলে অভিযোগ রয়েছে । এছাড়াও রূপগঞ্জ উপজেলার গুতুলিয়া এলাকার ফটিক সরকারের স্ত্রী শাহিনুরের বাড়িতে ৩/২/২০১৭ইং তারিখে একটি হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে নাদিম। এ ব্যাপারে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালত গ অঞ্চল সি. আর. মামলার নং- ৫২ দিয়ে ২০/২/২০১৭ইং একটি মামলা করা হয়েছে। কিন্তু মামলা করার পরেও কোনো বিচার পাননি হামলা ও ভাংচুরের শিকার শাহিনুর। নাদিম নারায়ণগঞ্জ এসপি অফিসে শিকার করার পরেও নাদীম বিচারের আওতার বাইরে রয়েছে । নাদিম এলাকায় এখন দাপিয়ে বেড়ায়। কিন্তু এক বছরেও শাহিনুর তার নিজ বাড়িতে ফিরে যেতে পারে নি। চাঁদাবাজদের দাবিকৃত চাঁদা না পেয়ে শাহিনুর বেগমের বাড়িতে দফায় দফায় হামলা ও ভাংচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । এসময় হামলাকারীরা শাহিনুর বেগমের বাড়ি থেকে ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। এছাড়াও ৩ লাখ টাকার আসবাবপত্র ভাংচুর ও বাড়ি ছাড়া করে দেয়। হামলার ঘটনার পর থেকে এলাকায় কেউ ভয়ে মুখ খুলছেন না। ক্ষতিগ্রস্থ শাহিনুর জানায়, আড়াইহাজার উপজেলার পাঁচরুখী নয়া পাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে নাদিম (৪৫) । দীর্ঘদিন যাবত তার বাহিনী নিয়ে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। আর এই দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় নাদিম আমার বসত বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এছাড়া আরো জানা যায়, ভূয়া খারিজ না করায় নাদিম গত ২৩/৪/২০১৮ইং আড়াইহাজার ইউনিয়ন ভূমি কর্মকর্তার উপর হামলা চালায়। ভূমি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের উপর এ হামলার ঘটনা ঘটে। সহকারী ভূমি কমিশনার মোঃ রেজওয়ান উল ইসলাম জানান, পাঁচরুখী গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে নাদিম জোরপূর্বক ভুয়া খারিজ করতে যায়। আনোয়ার হোসেন কাজটি করতে রাজি না হলে নাদিম ভূমি কর্মকর্তার উপর হামলা চালায়। এ বিষয়ে আড়াই হাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। এছাড়াও নাদিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।