নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজের তিন দিন পর এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ।
সোমবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় বুড়িগঙ্গা নদীর ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে ইব্রাহিম (৫০) নামের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
ইব্রাহিম লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার পৌর পূর্ব কাদিরখিল গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি রাজধানী মিরপুরে বাইসাইকেল পার্টসের ব্যবসায়ী।
ফতুল্লার পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) ফরহাদ জানান, গত শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে ঈগল-৩ লঞ্চে চাঁদপুর যাওয়ার পথে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নদীতে পড়ে যান ইব্রাহিম। তখন নিখোঁজের পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এর পর নদীতে উদ্ধার অভিযান চালালেও ইব্রাহিমের সন্ধান পাওয়া যায়নি। সোমবার মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।