আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মমতাকে জড়িয়ে ধরলেন শাহরুখ খান

নিজস্ব প্রতিবেদক:

বলিউড বাদশা শাহরুখ খান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জড়িয়ে ধরেছেন। আজ সেই জড়িয়ে ধরার ছবি ভাইরাল হয়েছে । 

জানা গেছে  মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয় নবান্নে তাদের বৈঠক হয়। সেই বৈঠকে শাহরুখ খান এক পর্যায়ে মমতা জড়িয়ে ধরেন। মমতা শাহরুখের মধ্যে দুই ঘণ্টা বৈঠক হয়েছে।  বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুজন।

তবে বৈঠক শেষে শাহরুখ খান সাংবাদিকদের বলেন, আমাদের সম্পর্ক হলো দিদি–ভাইয়ের। মমতা দিদি কলকাতা নাইট রাইডার্সের সাফল্য কামনা করেছেন।

নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ‘ভি’ চিহ্ন দেখিয়ে শাহরুখ খান বলেন, আমরা সবাই জিতব। কলকাতাকে আমি খুব ভালোবাসি। উই উইল অল উইন দিস ইয়ার। এসময় শাহরুখ খানের পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।