সংবাদচর্চা রিপোর্ট : আজ বন্ত্র ও পাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বঙ্গভবনে বিকাল ৩ টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ গোলাম দস্তগীর গাজী সহ মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
শপথ নিতে ইতোমধ্যে গোলাম দস্তগীর গাজী জাতীয় পতাকা বাহী গাড়ি পেয়েছেন। মন্ত্রপরিষদ বিভাগের সচিত গোলাম দস্তগীর গাজীর গাড়ি পৌছে দিয়েছে ।