সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সহায়তায় গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে রূপগঞ্জে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার অনুমোদন পেয়েছে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। গাজী গ্রুপ এবং ইউএস বাংলার যৌথ উদ্যোগে রূপগঞ্জে করোনা ভাইরাস পরীক্ষা হবে। গাজী গ্রুপ যন্ত্রপাতি ক্রয়সহ যাবতীয় খরচ বহন করছে । আর ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টিম সেবা দিবে। জানা গেছে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন সেন্টার হবে এবং ল্যাব হবে রূপগঞ্জ উপজেলা কাঞ্চন বেস্টওয়ে সিটিতে। শুক্রবার ল্যাব স্থাপনের স্থান পরিদর্শন করেছেন ইউএস বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার এটিএম শফিকুল ইসলাম , ডাক্তার রুখসানা রায়হান ( ভাইরোলজিস্ট) ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের একান্ত সচিব এমদাদুল হক , কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। এসময় কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য এমায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
এসময় ইউএস বাংলা মেডিকেল কলেজের ডাক্তার রুখসানা রায়হান ( ভাইরোলজিস্ট) বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়নে তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পার নেতৃত্বে কাঞ্চন বেস্টওয়ে সিটি করোনা ভাইরাস পরীক্ষার জন্য ল্যাব হচ্ছে । জায়গাটা করোনা ভাইরাস পরীক্ষার জন্য খুবই উপযোগী। আমিসহ ইউএস বাংলার মেডিকেল টিম এখানে কাজ করবে। আমরা প্রস্তুত রয়েছি।
ইউএস বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার এটিএম শফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরীক্ষার জন্য কাঞ্চন বেস্টওয়ে সিটিতে কোনো সমস্যা হবে না। আমাদের সব ধরণের প্রস্তুতি শেষ পর্যায়ে। ডাক্তার এবং নার্স প্রস্তুত রয়েছে। আগামী ২২ বা ২৩ এপ্রিলের মধ্যে আমরা এখানে নমুনা পরীক্ষা করতে পারব।