আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর সঙ্গে চারকোল এসোসিয়েশনের নবনির্বাচিতদের সাক্ষাৎ

নবকুমার: 

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্সর এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যরা। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গোলাম দস্তগীর গাজী নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। নির্বাচিতদের সততা দক্ষতার সাথে কাজ করার বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বস্ত্র ও পাট শিল্পের হারানো গৌরব ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাটজাত পন্যের প্রচারণা বৃদ্ধি করতে হবে।

এছাড়া চারকোল ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্সর এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যরা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ফুলেল তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।