নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ( ৮ শ্রাবন, ২৩ জুলাই) সচিবালয়ে গোলাম দস্তগীর গাজীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দল রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে।
জানা গেছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে দুই দেশের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আলোচনায় পাট জাত পন্য সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।