নবকুমার:
রূপগঞ্জে মাস ব্যাপী বিনামূল্যে আইসিটি ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বৃহষ্পতির সকালে রূপগঞ্জ উপজেলা চত্তরে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি বড় হাতিয়ার। আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। সেই লক্ষে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীয় ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করছে। যার সুফল এখন দেশবাসী ভোগ করছে। এটা শেখ হাসিনার সরকারের বড় অর্জন।
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন এ প্রশিক্ষণ কোর্সে শুরু হয়েছে । এতে আত্মনির্ভরশীল হতে পারছে গ্রামের শিক্ষিত বেকার তরুণ-তরুণীরা। রূপগঞ্জে এটা চালু হয়েছে গোলাম দস্তগীর গাজীর প্রচেষ্টায় ।