আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর নির্দেশে চনপাড়ায় মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ প্রতিরোধের লক্ষ্যে চনপাড়ায় বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান। সোমবার ( ৫ এপ্রিল) দিনব্যাপী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে তিনি ২ হাজার মাস্ক বিতরণ করেন। এসময় চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বজলুর রহমান বলেন, সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। সবাই জনসমাগম থেকে বিরত থাকুন। বিনা কারণে কেউ বাইরে যাবেন না। নিজে নিরাপদে থাকুন, অপরকে নিরাপদে থাকতে সহযোগিতা করুন।
তিনি বলেন, করোনায় গাজী পরিবার কায়েতপাড়া এবং চনপাড়াবাসীর পাশে আছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় আমরা চনপাড়াবাসীর সেবায় মাঠে আছি। মন্ত্রী রূপগঞ্জের করোনা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। তিনি নিয়মিত আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে। আমরা করোনাকে জয় করব।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলী সিকদার ,যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লোকমান ভান্ডারী, সাধারণ সম্পাদক শাহলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক জামাল, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর খন্দকার, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ শুকুর আলী , ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌয়ব আলী , ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নান্দু মিয়া, সাধারন সম্পাদক মানিক সিকদার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক আনিস মালিক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন , ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ আলম, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জসিম গাজী, সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ আরাফাত, সাধারণ সম্পাদক সর্নালী আক্তার,সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান দিনইসলাম, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নাজনীন সুলতানাসহ অনেকে।