নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সুস্থতা কামনায় চনপাড়ায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) আল আমিন মডেল একাডেমী প্রাথমিক বিদ্যালয়ে দোয়া হয়। এসময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, প্রধান শিক্ষক ফজলুল হক মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ডাঃ আনোয়ার, সাধারণ সম্পাদক আবিদ হাসান চানমিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি তারেক, সাংগঠনিক সম্পাদক রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাওসার, যুব মহিলা লীগ সভাপতি নাজমিন,ছাত্রলীগ যুগ্ম সম্পাদক রিদয়, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, রাহাত সহ অনেকে। পরে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সুস্থতা কামনায় দোয়া পড়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরন করা হয়।