নবকুমার:
আগামী ১৪ অক্টোবর রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ । এখানে মনোনয়ন পেয়েছে আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন ভূইয়া।
জানা গেছে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ঘাটি। সেখানে বর্তমান চেয়ারম্যান আবু হোসেন রানু। তিনি এবার আওয়ামী লীগের মনোনয়ন পান নাই। মনোনয়ন না পেলেও তিনি এবারও নৌকার জয় চান। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে আওয়ামী লীগ। সেখানে গোলাম দস্তগীর গাজীর ক্যারিশম্যাটিক নেতৃত্বে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে কোন বিরোধ নেই। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বসুন্ধরায় গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু হোসেন রানুকে এবং সালাউদ্দিন ভূইয়াকে একটেবিলে নিয়ে এসেছেন। সেখানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। তারা সবাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
প্রসঙ্গত গত ৩ সেপ্টেম্বর রূপগঞ্জ উনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।