আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর উদ্যোগে জেলা সমিতির ঈদ বস্ত্র বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি ও পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপির উদ্যোগে জেলার ৫টি উপজেলায় লুঙ্গী ও থ্রি পিছ বিতরণ করা হয়েছে । বুধবার ১২ মে এ ঈদ উপহার বিতরণ করা হয়। বিকালে রূপগঞ্জের রূপসী প্রিমা টাওয়ারে গরীব ও প্রতিবন্ধীদের মাঝে জেলা সমিতির ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সমিতির সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়, প্রচার সম্পাদক ডা. ওয়াজেদুর রহমান, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো: মুন্না খাঁন।
প্রসঙ্গত দলমত যার যার, নারায়ণগঞ্জ জেলা সমিতি সবার এই শ্লোগানে নারায়ণগঞ্জ জেলা সমিতি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। পর পর ২ মেয়াদের সভাপতি গোলাম দস্তগীর গাজী সমিতির মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে পথ চলার আহবান জানান।

তিনি বলেন, মহামারী করোনা মোকাবেলায় সরকার বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচীর মাধ্যমে দেশের মানুষকে ভাল রাখতে সক্ষম হয়েছে। আগামী দিনে সকল দূর্যোগ মোকাবেলায় এক সাথে কাজ করতে হবে।