আজ বুধবার, ৬ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর ঈদ উপহার পেল রূপগঞ্জবাসী

সংবাদচর্চা রিপোর্ট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপহার পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার ৩২১ টি গরীব অসহায় পরিবার । প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে । গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তার ঐচ্ছিক তহবিল থেকে এ অনুদান দিয়েছেন।মঙ্গলবার (২৮ জুলাই ) রূপসী গাজী ভবনে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা এসব উপহার বিতরণ করেছেন। এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, তারাব পৌর ছাত্রলীগ সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনির খান সুমেল অনেকে উপস্থিত ছিলেন।জানা গেছে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১৬ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলার যারা গরীব অসহায় দুস্থ তারা এ অনুদান পেয়েছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ