সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের অপেক্ষায় রয়েছে রূপগঞ্জের সর্বস্তরের জনগণ। তারা এখন অপেক্ষার প্রহর গুনছে। গোলাম দস্তগীর গাজী গত ৬ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১২ জানুয়ারি (রবিবার) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন ছিলেন। এর আগে গোলাম দস্তগীর গাজীর জন্য দেশবাসীর কাছে দোয়া চায় তার পরিবার। পরে রূপগঞ্জের প্রত্যেকটা মসজিদে পাড়া মহল্লায় ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ বিভিন্ন পেশাজীবী সংগঠন সামাজিক রাজনৈতিক সাংবাদিক ব্যক্তি বর্গের উদ্যোগে দোয়া হয়। সবার দোয়ায় গোলাম দস্তগীর গাজী সম্পূর্ন সুস্থ হয়ে গত ২১ জানুয়ারি মঙ্গলবার হাসপাতাল ছাড়েন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় ইউএস বাংলার একটি এয়ার লাইন্সে ঢাকার উদ্দেশ্যে সিঙ্গাপুর ছাড়বেন গোলাম দস্তগীর গাজী। তিনি শুক্রবার সকাল ৮ টায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে। সেখানে ভিআইপি লাউন্সে রূপগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সাক্ষাত করবেন।
মন্ত্রী সুস্থ হয়ে ফিরে আসায় রূপগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংবাদচর্চার কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এব্যাপারে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া বলেন, মাননীয় মন্ত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন এটা রূপগগঞ্জবাসীর আনন্দের খবর।আমরা উনার জন্য দোয়া করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বলেন, স্যারকে রূপগঞ্জের সর্বস্তরের মানুষ ভালোবাসে। আর উনি এই ভালোবাসা অর্জন করেছে তার কাজের মাধ্যমে। রূপগঞ্জের প্রত্যেকটা পাড়া মহল্লায় তার জন্য দোয়া হয়েছে। আমরা সরকারি কর্মকর্তারা আনন্দিত। স্যার আরো দীর্ঘদিন রূপগঞ্জের সেবা করুক এটা আমার প্রত্যাশা।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, রূপগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার ফিরে আসা খবরে রূপগঞ্জে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। তার জন্য প্রত্যেকটা পাড়ামহল্লায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে দোয়া হয়েছে আমরা নিজেরাও তার জন্য দোয়া করেছি। তাই তার এই ফিরে আসা আমাদের সকলের জন্য আনন্দের ।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম বলেন, আমরা হতাশ হয়ে পড়ছিলাম উনার অসুস্থতার খবর শুনে। রূপগঞ্জকে উনি যেভাবে সাজিয়েছেন তার ধারাবাহিকতা যেনো বাধাগ্রস্থ না হয় । উনার এই ফিরে আসাতে আমরা সত্যিই খুব আনন্দিত এবং অধীর আগ্রহে আছি তিনি কখন ফিরে আসবেন আমাদের মাঝে।
প্রফেসর ডাক্তার এমএ কাশেম বলেন, মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আমাদের কাছে আর্শীবাদ স্বরূপ। উনি রূপগঞ্জকে মনে প্রাণে ভালোবাসেন। তাই আমরা রূপগঞ্জবাসী তাকে মনে প্রাণে ভালোবাসি। তিনি আগামীকাল সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন এটা আল্লাহর বড় নিয়ামত । উনি রূপগঞ্জের চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখছেন। যে কোনো বিষয়ে তিনি সর্বাত্বক সহযোগিতা করেন। তাই উনার সুস্থতা ও ফিরে আসায় আমিসহ আমাদের ডাক্তার সমাজের সবাই খুবই আনন্দিত।
রূপগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল বলেন, রূপগঞ্জে শিক্ষার বিপ্লব ঘটিয়েছেন মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। উনি ফিরে এসে আবার আমাদের শিক্ষার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। আমরা শিক্ষক সমাজ তার দীর্ঘায়ু কামনা করি।
মুফতি ওবায়দুল হক বলেন, আল্লাহ তাআলা তার প্রিয়বান্দাকে অসুস্থ্যতার মাধ্যমে ধৈর্য্যরে পরীক্ষা করে থাকেন। বান্দা যখন কোন ব্যক্তির জন্য দোয়া করেন আল্লাহ তখন তাদের দোয়া কবুল করে থাকেন।সুস্থতা দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। আমাদের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ইসলামের জন্য রূপগঞ্জে ব্যাপক কাজ করেছেন। তিনি আলেম ওলামাদেরকে ভালোবাসেন এবং তাদের খোজ খবর রাখেন। তাই তার এই সুস্থ্য হয়ে ফিরে আসাকে আল্লাহর অশেষ নেয়ামত মনে করি।
রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসছেন এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে । আমরা রূপগঞ্জ উপজেলা যুবলীগ তার জন্য দোয়ার আয়োজন করেছিলাম তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম বলেন, আধুনিক রূপগঞ্জের রূপকার গোলাম দস্তগীর গাজীর অসুস্থতায় রূপগঞ্জবাসী চিন্তায় পড়েছিলো।কারণ তার নিপুন হাতের ছোয়ায় রূপগঞ্জ বদলে গেছে।তাই তাকে ফিরে পেতে রূপগঞ্জবাসী অধীর আগ্রহে রয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শিকদার বলেন ,আমাদের প্রিয় নেতা অসুস্থ থাকায় আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলাম । আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের প্রিয় নেতাকে ফিরে পাচ্ছি।
উল্লেখ্য গোলাম দস্তগীর গাজী সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকেও মন্ত্রণালয়ের কাজ তদারকি করেছেন। তার শুভাকাঙ্খী, আত্মীয় স্বজন, দলীয় নেতাদের সাথে কথা বলছেন এবং নারায়ণগঞ্জের খোঁজ খবর নিয়েছেন।
এছাড়া গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ ১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে (২০০৮,২০১৪,২০১৮)। তিনি গাজী গ্রুপের চেয়ারম্যান। তার পদচারণায় বদলে গেছে রূপগঞ্জ।