আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীকে তমালের অভিনন্দন

সংবাদচর্চা রিপোর্ট: কায়েতপাড়া ইউনিয়নের কেওডালা এলাকায় বালু নদীর উপর নতুন ৩৫০ মিটার দৈর্ঘ্য ব্রীজ নির্মানের অনুমোদন দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল। শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি) রূপসী গাজী ভবনে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রীকে তিনি অভিনন্দন জানান।

প্রসঙ্গত বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের প্রচেষ্টায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় রূপগঞ্জে একযোগে তিনটি ব্রীজ অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অপর সেতু দুইটির মধ্যে রয়েছে ডেমরায় ওয়াই ব্রিজ নির্মাণ, ইছাপুরায় ৪৩০ মিটার দৈর্ঘ্য ব্রীজ । এ সেতু তিনটি নির্মাণের ফলে ঢাকার সাথে রূপগঞ্জের যোগাযোগ সহজ হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ