আজ রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীকে জেলা প্রশাসনের শুভেচ্ছা

সংবাদচর্চা রিপোর্ট : রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) পাওয়ায় নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। গতকাল বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক জেলা প্রশাসক কার্যালয়ে গেলে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -২ আসনের সদস্য সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো: জায়েদুল আলমসহ অনেকে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
প্রসঙ্গত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেশের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) দিয়েছে সরকার।